পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ ডাক্তার করোনা পজেটিভ

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ পিএম

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসকসহ আট জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টেনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান। দুজন চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় হাসপাতালের চিকিৎসা সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার সূত্রে জানা যায় গত এক সপ্তাহে করোনার নমুনা দিয়েছে ৪০ জন। এদের মধ্যে আট জনের পজেটিভ এসেছে। জানা যায়, চিকিৎসক সংকট হাওয়ায় আক্রান্ত চিকিৎসকরা উপসর্গ নিয়েও রোগীদের চিকিৎসা দিয়েছেন। পরবর্তীতে তাদের অবস্থা সন্দেহজনক হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার পরামর্শে পরীক্ষা করিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন দায়িত্বরত চিকিৎসক করনা আক্রান্ত হয়েছে। রোগীদের সেবা দিতে গিয়েই তারা আজ করোনায় আক্রান্ত। তিনি জানান, পাথরঘাটার লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। ফলে এ এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পরার আশংকা রয়েছে।

সাইফুল হাসান আরও জানান, এমনিতেই হাসপাতালে চিকিৎসক সংকট। এর মধ্যে দুজন আক্রান্ত হওয়ায় রোগীদের স্বাস্থ্য সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। সে জন্য নিজেদের এবং আসপাশের মানুষদের ভালো রাখতে সকলকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: