গত ২৪ ঘন্টায় যশোরে করোনায় আক্রান্ত আরো ১৯৬ জন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ০৮:০৭ পিএম

গত ২৪ ঘন্টায় যশোরে ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১১৫ জন। একই সময়ে নতুন করে কেউ মারা যায় নাই।

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৩১ টি নমুনা পরীক্ষা করে ১০৯ এবং যশোর সদর হাসপাতালে ১৩৪ টি নমুনা পরীক্ষা করে ৮৭ জন করোনায় আক্রান্ত হন।

এ দিন শনাক্তের হার প্রায় ৪৩.৩৫ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ১৫৯ জন, অভয়নগর উপজেলায় ১ জন, চৌগাছা উপজেলায় ২ জন, ঝিকরগাছা উপজেলায় ১৮ জন, শার্শা উপজেলায় ১৫ জন, কেশবপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১১৫ জন।এছাড়া জেলাতে মোট মারা গেছে ৫১৭ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: