ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০৬:৫৭ পিএম

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল আগামী ছয় মাস আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়েক দিন যাবত বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি আগামী ৬ মাস টি টোয়েন্টি নিয়ে চিন্তা করব না। এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না।

এসময় রতিনি আরও বলেন, ৬ মাস পর দল তাকে প্রয়োজন মনে করলে এবং তিনি ফিট থাকলে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরার কথা ভাববেন। তবে এর মধ্যে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: