এক বছরে ঢাকায় বায়ুদূষণ বেড়েছে ৯.৮ শতাংশ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০৮:১১ পিএম

ঢাকায় ক্রমাগত বায়ৃ দূষণ বেড়ে চলছে। গত বছরের তুলনায় চলতি বছরে রাজধানী গড় বায়ুদূষণের পরিমাণ বেঢ়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এছাড়া এ বছরের প্রথম মাসে একদিনও ‘বিশুদ্ধ বায়ু’ গ্রহণ করতে পারেনি রাজধানীবাসী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বিপজ্জনক মাত্রায় রাজধানীর বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার যুগ্ম সম্পাদক এবং স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার। এছাড়া বাপার নির্বাহী কমিটির সদস্য এম এস সিদ্দিকী, ইবনুল সাঈদ রানা, ক্যাপসের গবেষণা শাখার প্রধান আব্দুল্লাহ আল নাঈম এবং যুব বাপার সদস্য সচিব রাওমান স্মিতা বক্তব্য দেন।

ঢাকার বায়ুদূষণ প্রসঙ্গে ক্যাপসের পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, গত বছরের তুলনায় ২০২১ সালে গড়ে বায়ু দূষণের পরিমাণ বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। ২০২২ সালে জানুয়ারি মাসে ২৫ দিনের গড় বায়ুমান সূচক ২১৯ দশমিক ৫২ তে এসে দাঁড়িয়েছে। যা স্বাস্থ্যের জন্য খুব ঝুকিপূর্ণ।

এসময় তিনি বলেন, চলতি বছরের প্রথম মাসে রাজধানীর মানুষ একদিনও বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারেনি। বায়ুমান বেশিরভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: