বোচাগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ১২:৩৫ পিএম

ব্র্যাক,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ) সহযোগিতায় দিনাজপুরের বোচাগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টয় বোচাগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও ব্র্যাক,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ) সাথে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা করেছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো.জুলফিকার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান,১ নম্বর নাফানগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ পারভেজ ( শাহান), ৩ নম্বর মুর্শিদহাট পরিষদের চেয়ারম্যান ওয়াক্কাস কা ন,সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার,ডিএম (সেলপ) উত্তম বিশ্বাস,ডেপুটি ম্যানেজার (সেলপ) সেলিম রেজা,অফিসার (সেলপ) মো.নাসিরুল ইসলাম,কাজী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: