চিকিৎসা করাতে গিয়ে বছরে ৬৪ লাখ মানুষ দরিদ্র হচ্ছে

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১০:০৬ পিএম

দেশে প্রতিবছর ৬৪ লাখ মানুষ চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হচ্ছে বলে জানিয়েছে ‘ডক্টরস প্ল্যাটফরম ফর পিপলস হেলথ’। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক সেমিনারে সংগঠনটির সদস্য সচিব ডা. গোলাম রাব্বানী এ কথা বলেন। তিনি বলেন, দেশে প্রতিবছর ৬৪ লাখ মানুষ শুধু ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ-রক্তচাপ, স্ট্রোক, ক্যানসার ইত্যাদি রোগের চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হয়ে যাচ্ছে। এ ছাড়া দেশে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ ডায়রিয়ায় মারা যায়।

ডা. গোলাম রাব্বানী বলেন, দেশে প্রতি পাঁচ পরিবারের মধ্যে দুটি, অর্থাৎ জনসংখ্যার ৩৮ শতাংশ, রোগ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা দূষিত উৎস থেকে পানি পান করে। এছাড়া জীবাণু ও দূষণসহ পানি পান করা লোকের সংখ্যা প্রায় ১০ কোটি। তিনি আরো বলেন, জনস্বাস্থ্যের মৌলিক উপাদান রোগ প্রতিরোধ, দীর্ঘায়িত জীবন ও স্বাস্থ্য, যা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হয়। দেশে টেকসই অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য সুস্বাস্থ্য অপরিহার্য।

তিনি আরও বলেন, দেশের যে কোনো উন্নয়নের জন্য পরিবেশের প্রধান উপাদানগুলো যেমন- বায়ু, জল এবং মাটিকে বিবেচনা করা প্রয়োজন। সেমিনারে বক্তার বলেন, গ্রাম পর্যায়ে সেবা পৌঁছানোর জন্য পুরো স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে হবে। মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: