দীর্ঘ ১৮ বছর পর হোসেনপুর উপজেলা আ’লীগের সম্মেলন, সভাপতি নূরু

প্রকাশিত: ২৬ মে ২০২২, ১০:৪৪ পিএম

দীর্ঘ ১৮ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২৬ মে) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নূরু মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও হোসেনপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি এম.এ হালিম।

এর আগে সকালে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী এমপি, কেন্দ্রীয় নেতা এবিএম রিয়াজুল কবির কাউছার, শাহাবুদ্দিন ফরাজী, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, মো. মাহবুবুল আলম জালাল, মো. আনিসুল বারী, মো. শাহজাহান পারভেজ ও কৃষিবিদ মোকাম্মেল রুবেল।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি আওয়ামী লীগ টানা ১৩ বছর ধরে ক্ষমতায় থাকা সত্বেও উপজেলায় কোন সম্মেলন না হওয়া সাংগঠনিক ব্যর্থতা বলে মন্তব্য করেন। এছাড়া কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবন্দ সাংগঠনিক ব্যাপারে দিকনির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: