হাওরে নৌকা ডুবে বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১০:৫৬ এএম

কিশোরগঞ্জের ইটনা উপজেলা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অ্যাজ মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

জানা গেছে, গতকাল সোমবার (১৩ জুন) দুপুরের দিকে তাড়াইলের দামিহা থেকে ছেড়ে আসা মালবাহী একটি নৌকা ধনপুর ইউনিয়নের সহিলা এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় নৌকায় পাঁচজন যাত্রীর মধ্যে দুইজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন যাত্রীর নিখোঁজ হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: