বানভাসির জন্য খাদ্য সহায়তা দিচ্ছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ

প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৯:১৩ পিএম

বন্যাকবলিত নেত্রকোনার পানিবন্দীদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। বানভাসি ৭ শত মানুষের জন্য মুড়ি, চিড়া, চিনি, লাইটার, মোমবাতি, বিস্কিট, পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, গুড়া দুধ। শুক্রবার (২৪ জুন) জেলা ছাত্রলীগ খাদ্য সহায়তা নিয়ে নেত্রকোনা জেলার মদন উপজেলার দিকে রওনা হয়েছেন। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ সহায়তা পৌছে যাবে।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের নির্দেশে নেত্রকোনা মদন উপজেলার বানভাসি ৭০০ মানুষের জন্য মুড়ি, চিড়া, চিনি, লাইটার, মোমবাতি, বিস্কিট পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, গুড়া দুধ আজকে বানভাসিদের হাতে বুজিয়ে দেয়া হবে ইনশাল্লাহ। প্রয়োজনে আবারও বানভাসির সহায়তায় জেলা ছাত্রলীগ তাদের পাশে দাড়াবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: