চালানোর কথা বলে অটোরিকশা নিয়ে বিক্রি করতেন রায়হান

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৭:১৭ পিএম

অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই চোর চক্রের সদস্য রায়হান মিয়া নিজেই ভাড়ায় অটোরিকসা চালানোর কথা বলে বিক্রি করত বলে জানিয়েছে পিবিআই পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিঞ্চপুর এলাকার শহিদ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯) একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ মতিউর রহসান ও কিশোরগঞ্জের তারাইল উপজেলার আবুল হাশেমের ছেলে মোঃ রিপন মিয়া।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) নগরীর কেওয়াটখালি এলাকায় পিবিআই'র জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, গত ২৪ জুন অটোরিকসা চোর চক্রের সদস্য রায়হান মিয়া ঈশ্বরগঞ্জের রোকসানা আক্তার নামে এক নারীর কাছে থেকে ভাড়ায় চালানোর কথা বলে অটোরিকসা নেয়। ঘটনার দিন সকালে নিজ বাড়ি থেকে অটোরিকসা চালানোর কথা বলে বের হয়ে নিখোঁজ হয় রায়হান। পরদিন ২৫ জুন রায়হানের পরিবার ঈশ্বরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেন।এরপর এই ঘটনার তদন্ত শুরু করে রায়হানই সেই অটোরিকসা চুরি করেছে বলে জানতে পারে। পরে গত ২৮ জুন রাতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা রায়হান মিয়াকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে নিজেই অটোরিকশাটি কৌশলে চুরি করে তার এলাকার মতিউরের মাধ্যমে ১৭ হাজার টাকায় কিশোরগঞ্জের তারাইলে বিক্রি করে। মতি মিয়া সেই টাকা থেকে ৩ হাজার টাকা রেখে বাকী টাকা রায়হানকে দিয়ে দেয়। রায়হান ১৪ হাজার থেকে টাকার ১২ হাজার টাকা দিয়ে একটি স্মার্টফোন কিনে নারায়নগঞ্জে চলে যায়। সেখানে গিয়ে সে একটি গোডাউনে শ্রমিকের কাজ নেয়। এরপর রায়হানের দেয়া তথ্যের ভিত্তিতে পেশাদার অটোরিকশা ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মতিউরকে ঈশ্বরগঞ্জের বিষ্ণুপুর এলাকা থেকে আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চোরাই অটোরিকশাটি সে কিশোরগঞ্জ জেলার তারাইলের রিপন মিয়ার কাছে বিক্রি করেছে। পরে তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই সদস্যরা।গৌতম কুমার বিশ্বাস বলেন, চোরাই অটোরিক্সাটি কয়েকটি হাত ঘুরে এবার নরসিংদী জেলায় হস্তান্তরের পরিকল্পনা ছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সেটি কিশোরগঞ্জ শহরের যশোদল এলাকা হতে উদ্ধার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ অটোরিক্সা চোর চক্রের সদস্য। অভ্যাসগতভাবে কৌশলে অটোরিকশা চুরি করে বিক্রয় করে থাকে তারা। এছাড়া চক্রটি সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। শিগগিরই অন্যদের আইনের আওতায় এনে পুরো চক্রের মূলোৎপাটন করা হবে। এই ঘটনার প্রেক্ষিতে চুরি যাওয়া অটোরিকশার মালিক মোছাঃরুনা আক্তার (৩০) বাদি হয়ে গত বুধবার ঈশ্বরগঞ্জ থানার মামলা দায়ের করেছেন বলে জানান পিবিআই'র এ কর্মকর্তা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: