পাবনায় কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ বিতরণ

প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৭:২৮ পিএম

২০২১-২০২২ অর্থবছরে পাবনা সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ সহায়তার কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন উপজেলা সেমিনার হল রুমে এই প্রণোদনা কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিনা আক্তার রেইনার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বার, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌহিদ, সদর উপজেলা কৃষি অফিসার হাসান রশিদ হোসাইনী, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, প্রমুখ। পরে ক্ষুদ্র প্রান্তিক ১২শ’ কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ বিতরণ করের অতিথিবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: