তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৯:৫৯ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এবিষয়ে গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসছে। কিছুক্ষনের মাঝেই যোগাযোগ সচল হবে। তবে, এই ঘটনায় কোন স্টেশনে ট্রেন আটকে আছে কি না। তা জানাতে পারেননি তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: