দক্ষিণ সিটিতে ৭৫ ও উত্তরে ৮০ শতাংশ বর্জ্য অপসারণ

প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১১:০৭ পিএম

প্রথম দিনে সন্ধ্যা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ শতাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮০ শতাংশ কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

রবিবার (১০ জুলাই) দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো.আবু নাছের জানান, ১৭টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো- ১০, ১৬, ২৩, ২৪, ২৮, ২৯, ৩১, ৩৭, ৩৯, ৪০, ৪১, ৪৩, ৫৩, ৫৬, ৫৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড। এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৭৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল বাসসকে জানান, এই সিটির ১১টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো- ০৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪ নম্বর ওয়ার্ড।

এছাড়া সার্বিকভাবে এই সিটির কোরবানির বর্জ্যরে ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: