হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ০৭:৩৩ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার (১৬ জুলাই)  গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দুই দল শেষ ম্যাচটিতে মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেওয়ায় ইতিমধ্যে বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে। এখন টাইগারদের লক্ষ্য ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা।

এর আগে সর্বশেষ  ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই ২০০৯ সালে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে যদি তামিম ইকবাল বাহিনী জয় তুলে নিতে পারে তাহলে দীর্ঘ ১৩ বছর পর ফের দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের তাদের আঙ্গিনায় ধবল ধোলাই করতে পারবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, শাই হোপ, শামরাহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আখিল হোসেন, কিমো পল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুদাকেস মোতি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: