আশুলিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় যাত্রীর হাত ছিড়ে রগের সাথে ঝুলে আছে

ছবি - প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাড়িয়ে থাকা বাসের সাথে বিনিময় পরিবহনের একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় বাসের যাত্রী সেলিনা আক্তার (২৫) নামের এক নারীর হাত ঝুলে আছে। আজ রবিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেলিনা আক্তার (২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া বাজার এলাকার মইনুল হোসেনের স্ত্রী।
তিনি ঈদের ছুটি শেষে বিনিময় পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্টো-ব ১১-৬৪০৭) ঢাকায় ফিরছিলেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে নরসিংপুর হামিম গেট এলাকায় দাড়িয়ে থাকা একটি বাসের সাথে বিনিময় পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এসময় গাড়ির ভিতরে জানালার পাশে বসে থাকা এক নারীর হাত কেটে যায়। ওই নারীর হাত বাহিরে ছিল বলে ধারনা করা হচ্ছে। পরে স্থানীয় বাস ও বাসের হেলপারকে আটক করে। কিন্তু চালক কৌশলে পালিয়ে যায়। ওই নারীর হাতের ৯৮ ভাগের বেশি অংশ কেটে গেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
এ ব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক হারুন-উর-রশিদ বলেন, হাত কাঁটা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার হাত একটি চিকুন রগের সাথে ঝুলে আছে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে আমরা ঢাকার পঙ্গু হাসপাতারে রেফার করেছি।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: