প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

হারুন অর রশিদ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কারখানা মালিকদের সিন্ডিকেটের প্রতিবাদে মানববন্ধন

   
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ১৮ জুলাই ২০২২

ছবি - প্রতিনিধি

পঞ্চগড়ে চা কারখানা প্রক্রিয়াজাত করন কারখানা মালিকরা চলতি মৌসুমের শুরু থেকেই সিন্ডিকেট করে কাচা চা পাতা ন্যায্য মূল্যে ক্রয় করছেনা। এতে করে পঞ্চগড়ের প্রায় আট হাজার ক্ষুদ্র চা চাষী ও বাগান মালিক পড়েছেন বিপাকে। এরই প্রতিবাদেকাঁচা চা পাতার ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জেলা ক্ষুদ্র চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটি। সোমবার দুপুরে পঞ্চগড়-টুনিহাট সড়কের পঞ্চগড়-টুনিহাট সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষুদ্র চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটির কয়েক শতাধিক চা চাষী অংশ নেন। পরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে জেলা ক্ষুদ্র চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও অমরখানা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, চা চাষী অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি সায়েদ আলী, চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মন্ডল, সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জানান, চলতি মৌসুমের শুরু থেকে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত চাষীরা। চা কারখানা মালিকরা সিন্ডিকেট করে কম দামে চা পাতা ক্রয় করছেন। পরবর্তীতে জেলা প্রশাসক প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ১৮ টাকা নির্ধারন করে দেন। এরপরেও চা কারখানা মালিকরা প্রতি কেজি কাঁচা চা পাতা মাত্র ১৪ টাকা দরে ক্রয় করছেন এবং মূল ওজন থেকে শতকরা ১৫ থেকে ৩০ ভাগ কর্তন করছেন। এর ফলে চা চাষীরা চরম বিপাকে পড়েছেন। ন্যায্য মূল্যে চা পাতা বিক্রির জন্য চাষীরা আন্দোলন শুরু করেন। আন্দোলন করতে গিয়ে কৃষকসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলাও করেছেন চা কারখানা মালিকরা।

আন্দোলনকারীদের নেতা ও অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা দীর্ঘদিন থেকে চা চাষী ও বাগান মালিকদের অধিকার নিয়ে আন্দোলন করে আসছি কিন্ত কারখানার মালিকরা প্রভাবশালী হওয়ার কারনে আমাদের কথা কর্ণপাত করছেন না, উল্টো আমাদেরকে নির্যাাতনের পথ বেছে নিয়েছে। এই অবস্থা চলতে থাকলে পঞ্চগড়ের চা শিল্প ধ্বংশ হয়ে যাবে। তিনি বলেন জেলা প্রশাসক আমাদের অভিবাবক তার নির্দেশও কারখানা মালিকরা মানছেন না। আমরা উপায় না পেয়ে রাজপথে নেমেছি। যদি আমাদের দাবী মানা না হয় তাহলে আগামি ১৯ জুলাইয়ের পর থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলবো। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষনা করেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: