চাটমোহরে এলডিও’র উদ্যোগে আদিবাসীদের বিনামূল্যে নলকুপ বিতরণ

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৬:১৫ পিএম

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র উদ্যোগে পাবনার চাটমোহরে আদিবাসীদের মাঝে বিনামূল্যে নলকুপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূমিহীন উন্নয়ন সংস্থার কার্যালয় চত্বরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ১৮ জন আদিবাসীর মধ্যে ১৮টি নলকুপ বিতরণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ হালিম।

পরে ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ হালিম, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান, জুয়েল, সাংবাদিক শাহীন রহমান, জাতীয় আদিবাসী পরিষদের প্রচার-প্রকাশনা সম্পাদক রামপ্রসাদ মাহাতো প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: