প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

হারুন অর রশিদ

পঞ্চগড় প্রতিনিধি

পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

   
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২২

পঞ্চগড়ের আটোয়ারিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেলে আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন বড়সিঙ্গিয়া গ্রামের রফিজুল ইসলামের ছেলে মো. সোহাগ (৬) এবং একই গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৮)। দুজনেই প্রতিবেশী ভাই।

আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে বড়সিঙ্গিয়া গ্রামে বৃষ্টি পড়েছিল। এ সময় দুই শিশু সোহাগ ও সাব্বির বৃষ্টিতে ভিজে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমেছিল। পরে বৃষ্টি থেমে গেলেও সোহাগ ও সাব্বির বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা নাগাদ তাদেরকে বড়সিঙ্গিয়া গ্রামের ছোট পুকুরে দুজনকে ভেসে থাকতে দেখতে পায় প্রতিবেশীরা। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগ ও সাব্বিরকে মৃত ঘোষনা করে।

আটোয়ারী থানার ওসি সোহেল রানা জানান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: