ভূরুঙ্গামারীতে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১০:১০ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদকসেবীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় ১৫ বিজিবির আওতাধীন শিংঝাড় বিওপির টহলরত বিজিবির সদস্যরা জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় গ্রাম থেকে ৩ পিছ ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হল উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র মোঃ তারিফুল ইসলাম (৩৯) ও জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র মাইদুল ইসলাম।

পরে শিংঝাড় বিওপির কমান্ডার উপজেলা নির্বাহী অফিসে বিষয়টি জানানোর পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার দেব শর্মা ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তারা দোষ স্বীকার করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বৃহস্পতিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাজা প্রাপ্ত দুই আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: