ফকিরহাটে গরুসহ তিন চোর পুলিশের হাতে আটক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছেন মডেল থানা পুলিশের একটি দল। এসময় তাদের ব্যবহৃত গরু বহনের পিকআপ ভ্যানটিও (খুলনা-ন-১১-৪৩৭৬) জব্দ করেছেন পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) ভোররাতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. রফিকুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) প্রতাপ সিংহ সহ সংগীয় পুলিশ ফোর্স কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃত হলো ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মৃত শামসুর শেখের পুত্র হেকমত আলী শেখ (৪৮), যশোর খোলাডাঙ্গা এলাকার মৃত মো. ইসরাফিলের পুত্র মো. সাইফুল ইসলাম শুকুর (৫১) ও বাগেরহাট সদর উপজেলার চুলকাটির সোনাডাঙ্গা এলাকার টুকু শেখের পুত্র আসাদুল শেখ (২৪)।
এসময় অজ্ঞাত আরো ২/৩ জন পালিয়ে গেছে বলেও পুলিশ জানায়। মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলিমুজ্জামান, আটককৃত চোরচক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওই গরু দুইটি মাগুরা এলাকা থেকে চুরি করে নিয়ে এসেছে। গরু দুটির মালিককে খোজা হচ্ছে। এ ব্যাপারে মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য গত ১৭জুলাই গভীর রাতে পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া (কাটাখালী বালুর মাঠের পশ্চিমপার্শে) এলাকার শেখ শহীদুল ইসলাম মোড়লের গোয়ালঘর হতে ২টি (গাই-বাছুর) ও তার ভাই অজেত মোড়লের গোয়াল ঘর হতে ২টি গরু (এড়ে-গাই) চুরি হয়েছে। যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নী বলে এলাকাবসি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: