ফতুল্লা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

ফতুল্লা প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন করতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এই ষড়যন্ত্রের সাথে কিছু রাজনীতিক ও সাংবাদিক জড়িত রয়েছেন বলে অভিযোগ তাদের। কয়েকদিন ধরে ফতুল্লা প্রেস ক্লাবকে জড়িয়ে একটি মহল নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন ফতুল্লা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
সম্প্রতি পোষ্টার সাঁটানো নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে একটি রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে পোষ্টার সাঁটানোর সময় দু’জন অটো চালককে ধরে নিয়ে ফতুল্লা প্রেস ক্লাব এবং রিয়াদ মোঃ চৌধুরীকে জড়িয়ে একটি ভিডিও রেকর্ড প্রকাশ করা হয়। পরবর্তীতে সন্ত্রাসীদের জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে শুক্রবার বিকেলে (২২ জুলাই) ফতুল্লা প্রেস ক্লাবে এসে প্রকৃত ঘটনা প্রকাশ করেন অটোরিকশা চালক জয়নাল এবং সমির আলী।
তারা বলেন, আমরা ব্যাটারিচালিত মিশুক চালক। বুধবার রাতে দু’জন যুবক পোস্টার লাগানোর জন্য আমাদের ভাড়া করে নিয়ে নতুন কোট এলাকায় ধরে নিয়ে যায়। এসময় যুবদল নেতা রনি কয়েকজন সহযোগী নিয়ে একটি মাইক্রোবাসে করে আমাদের দু’জনকে নতুন কোর্ট এলাকা থেকে মাসদাইরস্থ রনির বাড়িতে ধরে নিয়ে যায়। সেখানে আমাদের মারধর করে ফতুল্লা প্রেস ক্লাব এবং রিয়াদ মোঃ চৌধুরীর নাম বলতে বাধ্য করে। এ ঘটনায় দু’জন সাংবাদিকও জড়িত রয়েছেন এমন দাবী ভুক্তভোগী অটোরিকশা চালকদের।
এ ব্যাপারে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম জানান, সম্প্রতি ফতুল্লা প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন করতে একটি চক্র গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের সাথে কিছু রাজনৈতিক নেতা এবং সাংবাদিক জড়িত রয়েছে। এরপর যদি ফতুল্লা প্রেস ক্লাবের বিরুদ্ধে কোন অপপ্রচার চালানো হয় তাহলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, অপেশাদার ও কথিত সাংবাদিকদের ইন্ধনে কথিত রাজনৈতিক নেতারা প্রেসক্লাব নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রেস ক্লাব নিয়ে নতুন কোন ষড়যন্ত্র হলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: