সংসার করবেন না স্ত্রী, ঘরের মধ্যে নিজের কবর খুঁড়লেন স্বামী!

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১১:১৬ এএম

বরগুনায় রাগ করা স্ত্রীকে ঘরে ফেরাতে ব্যার্থ হয়ে নিজ ঘরেই কবর খুঁড়ে স্ত্রীকে ফেরত আসার আল্টিমেটাম দিলেন স্বামী। তবে এরপরেও সংসারে ফিরতে অনিহা স্ত্রীর। ঘটনাটি বরগুনা সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা এলাকায়। খবর পেয়ে শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫ টার দিকে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতা কবর খোরা বন্ধ করান। ঘটনাটি চাঞ্চল্য তৈরি করলে গ্রাম ও আসপাশের গ্রামের মানুষ ভিড় করতে শুরু করে।

আয়লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সাইফুল ইসলাম জানান, প্রায় এক যুগের সংসার জাফর ও হাজেরার। তাদের সংসার জীবেনে প্রায় নানা বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিলো। বর্তমানে এ বিষয়ে ইউনিয়ন পরিষদে সালিশ চলমান। তারা দুজনেই এক মাস ধরে আলাদা থাকেন। নিজ ঘরেই কবর খুঁড়ার পর সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে ঝাফরকে কবর খুঁড়া থেকে বিরত রাখান এবং পুলিশকে অবহিত করেন।

জাফর গাজী জানান, ১৩ বছর আগে ঢাকায় বিয়ে হয় তার স্ত্রী হাজেরার সাথে, বিয়ের পর থেকেই হাজেরা তার কথার অবাধ্য হয়। পরে বরগুনায় গ্রামে বসবার শুরু করলেও বাধ্য হয়নি তার স্ত্রী। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধীক সালিশ করলেও হাজেরা তা মানছেনা। সর্বশেষ ২২ জুন বুধবার তার সাথে রাগ করে হাজেরা তার নিজ চায়ের দোকানে বসবাস শুরু করে। তাকে দোকান থেকে ঘরে ফেরত আনার একাধিক চেষ্টায় ব্যর্থ হয়ে এখন নিজের কবর নিজেই খুঁড়তে শুরু করেছেন তিনি।

এ বিষয় জাফরের স্ত্রী হাজেরার রয়েছে ভিন্ন অভিযোগ, তিনি জানান, ১৩ বছর আগে বিয়ের সময় তার সাথে প্রতারণা করেছে জাফর। জাফরের আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে বিয়ে করেন তাকে। এ সব নিয়ে ঝগড়া ও ঝামেলা শুরু হলে গ্রামে চলে আসেন তারা। বর্তমানে সংসারে অমনোযোগী হওয়ায় প্রায় সময় ঝগড়া চলে আসছে তাদের মধ্যে। ২২ জুন বুধবার তাকে ঘর থেকে বের করে দিলে সে আলাদা দোকানের মধ্যে থাকা শুরু করেন। এখন সে জাফরের সাথে আবারো সংসার জীবন শুরু করতে কোন ক্রমেই রাজি না।

স্থানীয় ইউপি সদস্য কাজি মোখলেচুর রহমান জানান, মানুষিক ভাবে বিপর্যস্থ হয়ে জাফর যাতে কোন অঘটন না ঘটাতে পারে সে জন্য ঘর থেকে গ্রাম পুলিশের মাধ্যমে কদম তলা বাজারে নিয়ে আসা হয়েছে জাফরকে। পুলিশকে খবর দেয়া হয়েছে, পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: