জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৩:৪৪ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র-১ জাহানারা পারভীন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্য প্রদর্শন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: