প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ শাকিল শেখ

সাভার করেসপন্ডেন্ট

ধামরাইয়ে নৌকা ভ্রমণে গিয়ে কুয়েত প্রবাসীর মৃত্যু

   
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০২২

ঢাকার ধামরাইয়ে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে এক কুয়েত প্রবাসী রাব্বি (২৪) নামে যুবক মারা গেছে। শনিবার (২৩ জুলাই) সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি টিম এসে বেলা সাড়ে ১১ টার দিকে নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে গত শুক্রবার বিকালে ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় বংশী নদীতে নৌ ভ্রমনে আসেন একদল যুবকের সাথে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়।

নিহত রাব্বি হোসেন (২৪) পৌরসভার ৬নং ওয়ার্ডের কুমরাইল এলাকার মো.হুমায়ুন মিয়ার ছেলে। তিনি কিছুদিন পূর্বেই কুয়েত থেকে দেশে এসেছেন বলে জানা গেছে।

নিখোঁজ যুবকের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (২২জুলাই) বিকেলে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় বংশী নদীতে নৌ ভ্রমনে আসেন একদল যুবক। এসময় তারা উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজিয়ে নেচে গেয়ে হৈ-হুল্লোড় করার সময় রাব্বি নামের ওই যুবক নৌকা থেকে নদীতে পড়ে তীব্র স্রোতের মাঝে ডুবে যায়।

পরে স্থানীয়রা ধামরাই ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরী দলের দুইটি ইউনিট গতকাল রাত পর্যন্ত চেষ্টা করেও ডুবে যাওয়া ওই যুবককে খুঁজে পান নি। পরে আজ শনিবার (২৩ জুলাই) সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম এসে বেলা সাড়ে ১১ টার দিকে নদী থেকে নিহত রাব্বি হোসেনের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় গতকাল রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর সে যেখানে ডুবে যায় সেখানে পানির গভীরতা ছিল প্রায় ১ শত ফুটের বেশি। পরে ঢাকা থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দিয়ে এনে আজ বংশী নদী থেকে ডুবে যাওয়া ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: