প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় জেলে আটক

   
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০২২

মাসুম বিল্লাহ্, শরণখোলা (বাগেরহাট) থেকে: একশত দিনের নিষেধাজ্ঞার মধ্যে বন রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৮ কেজি বিষযুক্ত চিংড়ি সহ এক জেলেকে আটক করেছে বনবিভাগ। ২৩ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে পূর্ব সুন্দবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প সংলগ্ন রায় বাঘিনী খাল এলাকা থেকে একটি ডিঙ্গি নৌকা সহ তাকে আটক করা হয়।

শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ভোলা ক্যাম্প সংলগ্ন রায় বাঘিনী খাল এলাকায় বিষ দিয়ে মাছ দরছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে ভোলা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মো. আমানুল কাদির এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন মধ্য সোনাতলা গ্রামের আঃ রশিদ তালুকদারের পূত্র মোঃ রাসেল (২৮) কে আটক করা হয়। এসময় নৌকা তল্লাশী করে এক বোতল রিপকর্ড বিষ ও আট কেজি চিংড়িমাছ জব্দ করা হয়। আটক রাসেল এর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: