চট্টগ্রামে ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন

   
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০২২

দ্রুত বাড়ছে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন। ক্রমবর্ধমান প্রবৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের চাহিদা, আগ্রহ এবং পছন্দে এসেছে ব্যাপক পরিবর্তন এবং বিচিত্রতা, যার প্রতিফলন দেখা যাচ্ছে গুণগত মান আর নান্দনিক ডিজাইনের টাইলসের চাহিদাতেও। চট্টগ্রামের ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি এবং ভার্সেটাইল টাইলসের নান্দনিক অভিজ্ঞতা দিতে ডিবিএল সিরামিকস এর এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার এখন চট্টগ্রামে।

দেশের অন্যতম সেরা সিরামিক টাইলস ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যেই ডিবিএল সিরামিকস গ্রাহকদের কাছে বিপুল জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে। পণ্যের বিচিত্রতা, মান ও গ্রাহকদের নিত্যনতুন এবং আধুনিক পণ্য ব্যবহারের অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে সিজিকেএস মার্কেট, এম এ আজিজ স্টেডিয়ামের ২য় ও ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার।

সম্প্রতি ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম. এ. জব্বার, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. এ. কাদের, জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ বাশার, হেড অব সেলস এম. আবু হাসিব রন ও ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান প্রমূখ।

সাকিব আল হাসান বলেন, ডিবিএল সিরামিকসের অত্যাধুনিক স্টাইল, আন্তর্জাতিক গুণমান ও মনকাড়া ডিজাইন আমাকে মুগ্ধ করেছে। আমি আশাবাদী যে আমরা চট্টগ্রামে আমাদের ক্রেতাদের একটি বিস্ময়কর অভিজ্ঞতা দিতে সক্ষম হবো।

ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বলেন, ডিবিএল সিরামিকসের স্টাইল, গুণমান, অ্যাডভান্সড টেকনোলোজি ও নির্ভরযোগ্য পারফর্মেন্স মানুষের আস্থা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, আমাদের স্বার্থসংশ্লিষ্টদের এই আস্থা এবং সর্বদা সাহস ও শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রেরণা, তা আমাদের সকল মাইলফলক অর্জনে সহায়তা করে।

উল্লেখ্য, দেশের ক্রমবর্ধমান আর্কিটেকচারাল চাহিদা মেটাতে ২০১৭ সাল থেকে নান্দনিক ও প্রিমিয়াম মানের টাইলস উৎপাদন ও বাজারজাতকরণ করছে ডিবিএল সিরামিকস।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: