প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

খায়রুল আলম রফিক

বিশেষ প্রতিনিধি

রনিকে স্টেশনে ঢুকতে বাধা,পচা ডিম নিক্ষেপ

   
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০২২

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের রেলওয়ের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করে দেশ জুড়ে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। আজ শনিবার (২৩ জুলাই) রনি ও তার সমর্থকদের কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা তাদের বাধা দেন। তারা স্টেশনের সব ফটক বন্ধ করে দেন। কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে না দেওয়ায় পরে রনি ও তার সমর্থকরা প্রবেশপথে অবস্থান নেন। তারা স্লোগানে স্লোগানে রেলওয়ের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানাতে থাকেন।

অবস্থান কর্মসূচি কিছুক্ষণ চলার পর সেখানে রনি ও তার সমর্থকদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন কয়েকজন যুবক। পচা ডিম রনির গায়ে না লাগলেও তার পাশে থাকা দুই সমর্থকের শরীরে পড়ে।

আন্দোলনরত একজন গণমাধ্যমকে জানান, কয়েকজন যুবক পচা ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। দুজনের শরীরে লেগেছে তাদের ছোড়া ডিম। এ বিষয়ে মহিউদ্দিন রনি গণমাধ্যমকে বলেন, যতদিন দাবি আদায় না হবে, ততদিন আমার অবস্থান কর্মসূচি চলবে।

উল্লেখ্য, রেলওয়ের অব্যবস্থাপনা দূর করার দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে কমলাপুর স্টেশনে ৭ জুলাই থেকে টানা ১২ দিন অবস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এরপর গত মঙ্গলবার (১৯ জুলাই) রেলের মহাপরিচালককে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন তিনি।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: