হবু পুত্রবধূর ভিডিও দেখে শ্রাবন্তী বললেন ‘উফ’

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবনকে ঘিরে আলোচনার শেষ নেই। একাধিক বিয়ে, সম্পর্ক, ভাঙন এসব নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। তাই এই অভিনেত্রীকে ঘিরে তার পরিবার, সন্তান নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই।
কয়েক বছর ধরেই দামিনি ঘোষ নামে এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু। এর আগে ছেলের প্রেম নিয়ে নিজের ভাবনার কথাও জানান তিনি। শুধু তাই নয়, গত বছর হবু পুত্রবধূ দামিনি ও পুত্র অভিমন্যুকে নিয়ে মালদ্বীপে অবসর যাপনের জন্য গিয়েছিলেন শ্রাবন্তী।
এদিকে দামিনি ঘোষ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে মালদ্বীপ ভ্রমণের বেশকিছু ছবি দিয়ে কোলাজ তৈরি করেছেন। তা ছাড়াও বিকিনি পরা কিছু ছবি যুক্ত করেছেন ভিডিওতে। হবু পুত্রবধূর এই ভিডিও চোখ এড়ায়নি শ্রাবন্তীর। তাতে এই অভিনেত্রী লিখেছেন—‘উফ!’ সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি। শ্রাবন্তীর এই মন্তব্যের জবাব দিতেও ভোলেননি দামিনি। ইমোজি পোস্ট করে মনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে প্রথম সংসার বাঁধেন শ্রাবন্তী। এ সংসার আলো করে জন্ম নেয় অভিমন্যু। দামিনি-অভিমন্যুর বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের বান্ধবীর সঙ্গে দারুণ সম্পর্ক শ্রাবন্তীর। ২০২১ সালের ১ জানুয়ারি দামিনির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা দেন শ্রাবন্তীর পুত্র।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: