সেরা মৎস্য উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেল গ্লোব ফিশারিজ লিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নোয়াখালী জেলায় সেরা মৎস্য উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেল গ্লোব ফিশারিজ লিঃ। আজ রোববার (২৪ জুলাই) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ সম্মাননা স্মারক তুলে দেন গ্লোব ফার্মা গ্রুপের সহকারী পরিচালক মিনহাজ আরেফিন নাফিসের কাছে।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মানস মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স এন্ড ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দীকী (রাজু) সহ প্রমুখ।
এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিডি২৪লাইভকে বলেন, তরুণ উদ্যোক্তারা মাছ চাষ করে সফলতা আনছে। এমন উদ্যোক্তাদের জেলা মৎস্য অধিদপ্তর সম্মাননা দিচ্ছে। ইতিমধ্যে গ্লোব ফার্মা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব ফিশারিজ মৎস্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে করে আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য সপ্তাহের প্রেরণা নিয়ে সারাবছর কাজ করতে হবে। সকল শ্রেণি পেশার মানুষের জন্য মাছ হলো নিরাপদ এবং সাশ্রয়ী। সবাইকে উদ্যাক্তো হওয়ার আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: