প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো: মিজানুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

   
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০২২

‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এ উপলক্ষে রোববার সকালে ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার ফরহাদুল রেজা, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা

সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার। বক্তারা, দেশের আর্থিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতে মাছ চাষে সকলকে উদ্বুর্দ্ধ করেন। আলোচনা সভা শেষে ৪ জন মৎস্যচাষীদের সম্মাননা প্রদাণ করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: