কুবিতে প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৫:১১ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরের পাশাপাশি প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন বলেন, সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বুয়েটে সকল ক্লাস অনলাইন নেওয়ার ঘোষণা দিয়েছে। তাই আমদেরও অর্থনীতি সংকট নিরসনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, ১লা আগষ্ট থেকে এ নীতি কার্যকর হবে। শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। প্রত্যেক বিভাগের চেয়ারম্যান ও ডিনদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: