প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সাহিদুজ্জামান সাহিদ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ৫০ লাখ টাকার মাদকসহ নারী মাদক কারবারি গ্রেফতার

   
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ২৫ জুলাই ২০২২

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে পঞ্চাশ লাখ টাকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছে মাদক সমাজ্ঞী হামেদা বেগমসহ দুইজন। সোমবার রাতে সিংগাইর উপজেলার আলীনগর থেকে পাঁচশত পাঁচ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে সিংগাইরের গারাদিয়া গ্রামে মোন্নাফ হোসেনের স্ত্রী হামেদা বেগম (২৯) মাদক ব্যবসা করে আসছিলো। মাদকসহ একাধিবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাত সোয়া ১২টার দিকে হামেদা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে পাঁচশত পাঁচ গ্রাম হেরোইন যার মূল্যে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এর সাথে জড়িত থাকার অভিযোগে মাদক সম্রাজ্ঞী হামেদা বেগম ও তার সহযোগি সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করা হয়। এবিষয়ে সিংগাইর থানায় আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: