পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপি বৃক্ষমেলার উদ্ধোধন

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৮:৫৩ পিএম

‘বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিনব্যাপি বৃক্ষমেলার উদ্ধোধন হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাইফুল আলম, জেলা কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা তুষার কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা নার্সারি মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক জগলুল পাশা প্রমুখ।

সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ২৮টি স্টল বসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: