প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

ঝিলংজার ৮ নং ওয়ার্ড আ.লীগের কমিটি: সভাপতি রফিক, সম্পাদক ছৈয়দ

   
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ২৫ জুলাই ২০২২

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন লাল গোলাপ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলামকে সভাপতি ও ছৈয়দ আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া সহসভাপতি পদে ৪ জনের নাম রয়েছে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দুইজন। আর সাংগঠনিক সম্পাদক পদে তিনজনের নাম রয়েছে।

নতুন কমিটির সহসভাপতি হয়েছেন, মোতাহেরুল হক সিকদার, বাবু কিরণ শর্মা, নুরুল আমিন ও মাষ্টার আবুল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মহিউদ্দিন আযাদ সাইমন ও ইকবাল হোসাইন। এছাড়াও সংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মিজানুর রহমান ভুট্টু, জাহাঙ্গীর আলম ও ছৈয়দ কাশেম।

পরে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন ইউনিয়ন কমিটি নেতারা।

উল্লেখ্য, ২০১২ সালের ২৬ এপ্রিল সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলমকে সভাপতি ও আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: