ঝিলংজার ৮ নং ওয়ার্ড আ.লীগের কমিটি: সভাপতি রফিক, সম্পাদক ছৈয়দ

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন লাল গোলাপ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলামকে সভাপতি ও ছৈয়দ আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া সহসভাপতি পদে ৪ জনের নাম রয়েছে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দুইজন। আর সাংগঠনিক সম্পাদক পদে তিনজনের নাম রয়েছে।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন, মোতাহেরুল হক সিকদার, বাবু কিরণ শর্মা, নুরুল আমিন ও মাষ্টার আবুল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মহিউদ্দিন আযাদ সাইমন ও ইকবাল হোসাইন। এছাড়াও সংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মিজানুর রহমান ভুট্টু, জাহাঙ্গীর আলম ও ছৈয়দ কাশেম।
পরে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন ইউনিয়ন কমিটি নেতারা।
উল্লেখ্য, ২০১২ সালের ২৬ এপ্রিল সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলমকে সভাপতি ও আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: