চট্টগ্রাম বন্দরে ২ কনটেইনার বিদেশি মদ জব্দ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১০:২৪ পিএম

কাস্টম গোয়েন্দা ও কাস্টম কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দরের সুতা ও কাঁচামালের ঘোষণায় আনা ২টি কনটেইনার থেকে বিদেশি মদ জব্দ করেছে। আজ সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কাস্টম হাউজ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ চালানের জন্য এখনও বিল অব এন্ট্রি দাখিলের আগেই আটক করা হয়। তিনি আরও জানান, চালান দুটি নীলফমারী উত্তরা ইপিজেডের প্রতিষ্ঠান ডং জিং ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড এবং মোংলা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের নামে আনা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

প্রসঙ্গত, এ নিয়ে গত তিন দিনে বন্দর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে পাঁচ কনটেইনার মদের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: