শরণখোলায় শিক্ষক দম্পতির ওপর ইউপি সদস্যের হামলার প্রতিবাদে মানববন্ধন

মাসুম বিল্লাহ্, শরণখোলা (বাগেরহাট) থেকে: দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সরকারি বরাদ্দকৃত সকল অর্থ কৌশলে আত্মসাত ও অনৈতিক কাজের প্রতিবাদ করায় বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সিদ্দিক গাজীর বিরুদ্ধে। গত শনিবার ২৩ জুলাই উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৩৭ নং পশ্চিম বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালেক হাওলাদার ও তার স্ত্রী নাছিমা বেগমের ওপর এই হামলা ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাবনববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষকদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক দম্পতির ওপর হামলার তীব্র নিন্দা ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বক্তৃতা করেন শিক্ষক বাবুল আকন, জুয়েল মীর, সদরুল ইসলাম।
ভুক্তভোগী শিক্ষক ৩৭ নং পশ্চিম বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালেক হাওলাদার জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক গাজীর বাড়ির সামনে বিদ্যালয়টির অবস্থান। যার ফলে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের সরকারি বরাদ্দকৃত সকল অর্থ কৌশলে দীর্ঘদিন ধরে আত্মসাত করে আসছেন। তার এসব অনৈতিক কাজের প্রতিবাদ করায় আমার ওপর ক্ষিপ্ত হন।
তিনি আরো জানান, ইউপি সদস্য জসিম উদ্দিন সিদ্দিক গাজীর চাচাত শ্যালক বাবুল হাওলাদারের পুত্র নয়ন অত্র বিদ্যালয়ের ছাত্র থাকার সুবাধে সরকার প্রদত্ত উপবৃত্তি সুবিধার আওতায় আসে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিয়ের আওতায় আনা হয়েছে। সম্প্রতি উপবৃত্তির টাকা অভিবাবকদের মোবাইলে পাঠানো হলেও নয়নের উপবৃত্তির টাকা না আসায় ঘটনার দিন শনিবার সকালে আমাকে ও আমার স্ত্রীকে বাড়ির সামনে পেয়ে সিদ্দিক গাজী ও তার লোকজন অকথ্য ভাষায় গালাগালি করার এক পর্যায়ে মারধর করতে থাকেন। তাদের হামলায় আমার স্ত্রীর মাথা ফেটে যায়। পরে তারা বিদ্যালয়ে গিয়েও আমাকে মারধর করেন। পরে আমার ছেলে রাসেল ৯৯৯ কল দিলে শরণখোলা থানা পুলিশ গিয়ে আমাদের দুজনকে উদ্ধার করে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: