ফটোশ্যুটে 'নারীদের অনুভূতিতে আঘাত', রণবীরের বিরুদ্ধে মামলার আবেদন

‘পেপার ম্যাগাজিনে’র জন্য সম্পূর্ণ পোশাকবিহীন ফটোশুট করলেন বলিউড অভিনেতা রণবীর সিং। যেখানে তার শরীরে একটি সুতোও ছিল না। এরইমধ্যে অন্তর্জালে নায়কের সেই ফটোশুট ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি করা ফটোশুটের জন্য এবার আইনি সমস্যায় পড়লেন রণবীর। সেই শুটে তোলা ছবি 'নারীর অনুভূতিতে আঘাত' করেছে বলে উল্লেখ করে তার বিরুদ্ধে মুম্বাই পুলিশে কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ জুলাই) ভারতের মুম্বাই পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন একটি বেসরকারি সংস্থার এক কর্মকর্তা। সংশ্লিষ্ট পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের পূর্ব মুম্বাই শহরতলীতে অবস্থিত একটি বেসরকারী সংস্থার একজন কর্মকর্তা চেম্বুর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, রণবীর সিং শালীনতা রক্ষা করেননি। যা নারীদের অনুভূতিতে আঘাত করেছে। তথ্য প্রযুক্তি আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় রণবীরের বিরুদ্ধে তিনি মামলার আবেদন করেছেন।
পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, “সোমবার একজন এনজিও কর্মকর্তা অভিনেতা রণবীরের বিরুদ্ধে মামলার আবেদন জানিয়েছেন। এখনো মামলা হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।” এর আগে গত শুক্রবার রাতে তার ফটোশুট নিয়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে রণবীর সিংকে নিয়ে পোস্ট করে লিঙ্গবৈষম্যের কথা তুলে ধরেন।
তবে অর্জন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রী তার এই ফটোশুটের প্রশংসা করেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: