হত্যা মামলা করায় বাদীর পরিবারকে প্রাণ নাশের হুমকি

হত্যা মামলা করায় যশোরে আসামীরা প্রাণ নাশের হুমকি দেয় বাদীর পরিবারকে। যশোরের চৌগাছার দেবিপুর গ্রামের বিপ্লব হোসেনের হত্যার বিচার চেয়ে এবার সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী নাসরিন খাতুন। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে পরিবারের সদস্যদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
এর আগে তিনি হত্যার অভিযোগে গত ১৬ মে আদালতে মামলা করেন। মামলা করার পর থেকে আসামিরা বেপোরোয়া হয়ে উঠেছে, নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। প্রয়োজনে তার স্বামীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের দাবি জানান। তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবিনা আক্তার বিপাসা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি একটি কুকুরের বাচ্চা বাড়িতে আসা নিয়ে আসামিদের সাথে বিপ্লব হোসেনের পরিবারের ঝগড়া হয়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি আসামিরা মেনে নিতে পারেনি। বিপ্লব হোসেনকে খুন-জখমের ষড়যন্ত্র করতে থাকে আসামিরা। গত ১ মার্চ সন্ধ্যায় বিপ্লব হোসেন মোটরসাইকেল যোগে তার খালু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মুক্তাদাহ মোড়ে আসামিরা বিপ্লবের গতিরোধ ও মারপিট করে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ সময় আসামিরা প্রভাবিত করে থানায় অভিযোগ দিতে বাধা দেয়। পরে খোঁজ খবর নিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলন, দেবিপুর গ্রামের আরশাদ আলী ও তার দুই ছেলে আরিফ হোসেন ও আলামিন, রমজান মালিথার ছেলে আরিফুল ইসলাম এবং নিয়ামতপুর গ্রামের বুধোর ছেলে বিপুল হোসেন।
আদালতের নির্দেশে পিবিআই মামলাটি তদন্ত করছে। এর মধ্যে আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি চৌগাছা থানায় একটি জিডিও করেছেন। কিন্তু তার পরেও আসামিরা ক্ষান্ত হচ্ছেনা। এমতাবস্তায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে নাসরিন। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: