কনসার্টে ঢুকতে দর্শকের হুড়োহুড়ি, পদদলিত হয়ে আহত ৩

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে একটি কনসার্টে প্রবেশের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৬টায় কনসার্টে ঢুকার প্রবেশমুখে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিন জনকে উদ্ধার করে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন গণমাধ্যমকে বলেন, কনসার্টে ঢুকার সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয় তিন জন। এদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কনসার্টে ঢুকার সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয় তিন জন। এদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, এ ঘটনার পর কিছুক্ষণ বন্ধ রাখা হয় কনসার্টের প্রবেশপথ। পরে নির্ধারিত সময়ে শুরু হয় কনসার্টটি। কনসার্টে জেমসের নগর বাউল ছাড়াও, শিরোনামহীন, অ্যাভোয়েড রাফা, আর্টসেল, অ্যাশেজ প্রভৃতি ব্যান্ডের পারফর্ম করার কথা রয়েছে।
নাঈম/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: