চাটমোহরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৪:২৭ পিএম

পাবনার চাটমোহরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাবনা পল্লী বিদুৎ সমিতি-১ এর লাইনম্যান রনি মিঞা (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত লাইনম্যান রাজশাহীর পবা উপজেলার শাহ মখদুম এলাকার মৃত. বেলায়েত হোসেনের ছেলে। বুধবার (২৭ জুলাই) দুপুরের দিকে চাটমোহর উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ভিতরে আনসার ব্যারাকে নতুন সংযোগ দেওয়ার জন্য বিদ্যুতের পুলে উঠে কাজ করছিলেন লাইনম্যান রনি। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাজায় বেল্ট বাধা অবস্থায় তাড়ে ঝুলতে থাকে সে। কিছু সময় পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে ঝুলন্ত গুরুতর আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা নির্বাহী অফিসার মো. সৈকত ইসলাম, ওসি মো জালাল উদ্দিন, পবিস-১ কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত সেখানে উপস্থিত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: