কুমিল্লায় ফেন্সিডিল, গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৬:২৬ পিএম

কুমিল্লায় ১৯৫ বোতল ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পশ্চিম বেহাকুর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মোঃ আব্দুল জলিল (৩২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: