ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দামুড়হুদার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুবরণকারী উবাইদুর রহমান ও অলিউল আলম দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে। বড় ভাই হাজী অলিউল আলম দামুড়হুদা উপজেলার ব্রিজপাড়ার তেল-কীটনাশক ব্যবসায়ী ও ছোট ভাই উবাইদুর রহমান একই এলাকার সার-কীটনাশক ও হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গরবার রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের ব্যবসায়ী মৃত ওসমান মন্ডলের ছেলে ওবাইদুর রহমান (৫২)। তার প্রথম জানাজা হয় বুধবার সকাল ১০টায় পরানপুর স্কুল মাঠে এবং যোহরের নামাজের পর গোবিন্দপুর কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন করা হয়।
এদিকে ছোট ভাইয়ের জানাজা শেষে ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বড় ভাই ওলিউল্লাহ ওরফে হবা (৭০)। পরে তাকে বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: