নীলফামারীতে দুইদিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৭:২৬ পিএম

নীলফামারীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিন ব‍্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সংস্কৃতি বিষয়ক মত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী পুলিশ সুপার মো. মাখলেছুর রহমান বিপিএম পিপিএম ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: