তার স্বামীর মতো তো বিবস্ত্র হইনি, দীপিকাকে শার্লিনের খোঁচা

সাহসী অভিনয়ের জন্য বেশ পরিচিত ভারতের মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া। খোলামেলা দৃশ্য কিংবা ফটোশুটের জন্য প্রায়ই নেটিজেনদের বিদ্রূপের শিকার হন তিনি। অপরদিকে পেপার ম্যাগাজিনে’র জন্য সম্পূর্ণ পোশাকবিহীন ফটোশুটের কারণে কয়েকদিন ধরে আলোচনায় অভিনেতা রণবীর সিং। যেখানে তার শরীরে একটি সুতোও ছিল না। তবে স্ত্রী দীপিকা পাড়ুকোনের কাছে বিষয়টি স্বাভাবিকই মনে হয়েছে। এমনকি এই অভিনেতা কাছের বন্ধুরাও বাহবা দিচ্ছেন। কিন্তু এর আগে এক অনুষ্ঠানে ছোট পোশাক পরার জন্য শার্লিন চোপড়াকে নাকি নিচু চোখে দেখেছিলেন দীপিকা।
সম্প্রতি এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যম শার্লিন বলেন, ‘সেদিন দীপিকার ওভাবে আমার দিকে তাকানো ভালো লাগেনি। আমার শরীরে তো পোশাক ছিল। তার স্বামীর মতো কোনো শুটে তো আমি বিবস্ত্র হইনি।’
এছাড়া রনবীরের এমন ছবি দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন আগুন! কেউ কেউ রণবীরকে সাহসী ও বলেছেন। তার এমন ফটোশুটের পর ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রশ্ন তুলেছিলেন— মেয়েরা এরকম ফটোশুট করলে সবাই বিষয়টি কীভাবে নিতেন। ভারতীয় সমাজের এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন শর্লিন। তিনি বলেন, ‘যখন আমি শুট করেছিলাম তখন আমার শরীর পোকা ছেড়ে দেওয়া হবে এমন প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। তীব্র ধিক্কার জানাচ্ছি।’
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: