ঘরে নতুন বউ রেখে গভীর রাতে প্রেমিকার বাড়ি গিয়ে ধরা

ছবি: ইন্টারনেট
আতিক হাসান (৩০) দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর দেশে আসেন। পরিবারের সম্মতিতে মাসখানেক আগে বিয়ে করেছেন। কিন্তু বিদেশে থাকতেই বিয়ে করার কথা দিয়েছিলেন প্রেমিকাকে। আর এ টানেই নতুন বউকে ঘরে রেখে প্রেমিকার বাড়িতে ওঠেন এ প্রবাসী। তাও গভীর রাতে। তবে প্রেমিকার কাছ থেকে যেতে না চাইলে আতিককে পুলিশে তুলে দেন এলাকার লোকজন।
গতকাল বুধবার (২৭ জুলাই) এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার সঙ্গে আর সম্পর্ক নয় মর্মে মুচলেখা দিয়ে ছাড়া পান তিনি। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে।
স্থানীয়রা জানায়, প্রায় আট বছর ধরে সৌদি আরবে ছিলেন আতিক। জুন মাসের শেষ দিকে দেশে ফেরেন তিনি। পরে কোরবানি ঈদের কিছুদিন আগে নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে তাকে বিয়ে করান পরিবারের লোকজন।
ওই নববধূর এক স্বজন জানান, নিজের অমতে বিয়ে হয়েছিল বলে কদিন ধরেই স্ত্রীকে বলছিলেন আতিক। এ নিয়ে নববধূর সঙ্গে মনোমালিন্য চলছিল। এর মধ্যেই বুধবার রাত ১০টার দিকে বের হয়ে গভীর রাত পর্যন্ত আর ফেরেননি তিনি। পরে পাশের তসরা গ্রামে প্রেমিকার বাড়িতে তিনি আটকা পড়েছেন বলে জানা যায়। পরে নববধূ ছুটে যান সেখানে। অনেক চেষ্টা করেও স্বামীকে ফেরাতে না পেরে ফিরে আসেন ক্ষুব্ধ নববধূ। বেকায়দায় পড়ে বিষয়টি পুলিশে জানান আতিকের পরিবারের লোকজন। পরে তাকে থানায় নেয়া হয়।
নান্দাইল থানার এসআই মো. আবুল কালাম জানান, দুই পরিবারের সম্মতিতে আতিক আর কখনো প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখবেন না মর্মে মুচলেখা দিয়ে ছাড়া পান।
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: