বরিশালে সিমেন্ট বোঝাই ট্রলারডুবি

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১২:২৬ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে দুজন ছিলেন। তারা সাঁতরে তীরে উঠেছেন। এর মধ্যে একজন সামান্য আহত হয়েছেন,তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আর্শেদের খেয়াঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, নগরীর অ‌্যাংকর সি‌মেন্ট ফ্যাক্টরি থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। ট্রলারটি কলসকাঠি ইউনিয়নের আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

ওসি বলেন, ট্রলারটিতে দুজন ছিলেন। তারা সাঁতরে তীরে উঠেছেন। এর মধ্যে ট্রলারে থাকা রিপন নামের একজন আহত হ‌য়ে‌ছেন। তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যজন সুস্থ আছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: