শনিবার রাজধানীজুড়ে লোডশেডিংয়ের সূচী প্রকাশ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৭:২৬ পিএম

দেশে বিদ্যু সাশ্রয়ে সরকারের ঘোষণা অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হয়। নিয়মানুযায়ী, শনিবার (৩০ জুলাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করবে। এদিন রাজধানীর কোন এলাকায় লোডশেডিং হবে, এর সূচি দিয়েছে ডেসকো ও ডিপিডিসি।

ডিপিডিসির সম্ভাব্য লোডশেডিং শিডিউল দেখতে এখানে ক্লিক করুন এবং ডেসকোর সম্ভাব্য লোডশেডিং শিডিউল দেখতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ে উচ্চব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা করে লোডশেডিং করা শুরু হয়। যা শুরু হয় গত ১৯ জুলাই থেকে। এর আগে ১৮ জুলাই লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: