ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? ফখরুলকে প্রশ্ন কাদেরের

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৩:২২ পিএম

বিএনপির আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ঘোষণাকে সম্পুর্ন পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,‘বিএনপির সরকার পতন আন্দোলন নিজ দলের নেতাকর্মীদের মাঝে এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।’ আজ শনিবার (৩০ জুলাই) বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন,‘যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না, তারা নাকি আবার সরকার পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’ বিএনপি নেতাদের 'মানুষকে জেগে উঠতে হবে' শীর্ষক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই। বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন। আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিদ্রায় চলে যাচ্ছেন।’

এর আগে এক  সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন। তার এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি। আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে। আওয়ামী লীগকে ধাক্কা দিলে নিজেরাই খাদের কিনারায় আছেন,আপনাদেরই খাদে পড়ে যেতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘যারা এ দেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে এবং তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: