মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটকিপার সাদ্দাম বরখাস্ত

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৬:০৮ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় গেটকিপার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। আজ শনিবার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। তিনি জানান, গেটকিপার সাদ্দামের দায়িত্বে অবহেলার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। একই অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এরআগে শুক্রবার (২৯ জুলাই) বিকেলে রেলওয়ে পুলিশ সাদ্দাম হোসেনকে আটক করে। পরে রেলওয়ে পুলিশের এএসআই মো. জহির উদ্দিন তাকে আসামী করে মামলা করেন। এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় সাদ্দাম ওই স্থানে ছিলেন না, জুমার নামাজে ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গতকাল শুক্রবার (২৯ জুলাই) বিকেলে মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: