বাড়ি বিক্রির দু’ঘণ্টা আগে কোটি টাকার লটারি জিতলেন ঋণগ্রস্ত বৃদ্ধ

ছবি: সংগৃহীত
ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা মোহাম্মদ বাভার ঋণের দায়ে বেহাল অবস্থা হয়েছে। পাওনাদারের দেনা মেটাতে নিজের শেষ সম্বল বাড়িটিও বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেন। বাড়ি বিক্রির চুক্তিটিও প্রায় চূড়ান্ত করেছিলেন বাভা। ২৫ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে বাড়ির ক্রেতার সঙ্গে দেখা করার কথা ছিল বাভার। ওই দিন তার কাছ থেকে অগ্রীম টাকাও নেওয়ার কথা। খবর বিবিসির।
২৫ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে হোয়াটসঅ্যাপে বাভার এক বন্ধু ক্ষুদে বার্তা পাঠান। ওই বার্তায় জানানো হয়, লটারিতে এক কোটি রুপি জিতেছেন বাভা। ওই মুহুর্তের বর্ণনা দিতে গিয়ে বাভা বলেন, ‘আমি খুব স্বস্তি পেয়েছিলাম। আমরা এতোটাই বিস্মিত হয়েছিলাম যে, আবেগ বর্ণনা করার জন্য আমাদের কাছে কোন শব্দ ছিল না।’
কর কর্তনের পর বাভা ৬৩ লাখ রুপি পাবেন। তবে ঠিক কবে তিনি ওই অর্থ পাবেন তা স্পষ্ট নয়। কিন্তু তিনি আর চিন্তিত নন। কারণ ঋণদাতারা তার দরজায় কড়া নাড়া বন্ধ করেছে।
বাভা বলেন, ‘আমি লটারি পাওয়ার পর ঋণদাতার শান্ত হয়েছে। যখন আপনার কাছে কিছুই নেই তখন লোকজন অর্থের জন্য চিৎকার করে। কিন্তু যখন তারা জানল যে, শেষ পর্যন্ত তাদের ফেরত দেওয়ার জন্য আমার কাছে অর্থ আছে, পরিস্থিতি শান্ত হয়ে গেল।’
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: